মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি – এই প্রতিপাধ্যে মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫।
শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎশাহী ব্যক্তিদের সমম্বয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার, ১০ মে, সকাল ১১ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আয়োজক কমিটির আহবায়ক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম মশিউর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃ রেজাউল করীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিরন চন্দ্র, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরনবী মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির সদস্য সচিব ও মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম।
বক্তারা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে প্রাথমিক স্তর থেকেই তা শুরু করতে হবে। এ জন্য প্রাথমিক শিক্ষকদের পাঠদানের সময় কমিয়ে আনার প্রতি জোর দেন বক্তারা। তারা আরো বলেন, একজন শিক্ষককে প্রতিদিন সর্বোচ্চ ২ টি ক্লাশে পাঠদানের ব্যবস্থা করা গেলেই তাদের উপর মানসিক চাপ কমে যাবে। আর এতে করে তারা মানসম্মত শিক্ষা ছাত্র-ছাত্রীদের মাঝে নিশ্চিত করতে পারবে। সময় এসেছে গ্রাম পর্যায় থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শহরের শিক্ষার্থীদের সাথে নিজেদেরকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখার। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply