কাজিরহাট প্রতিনিধি,এস এম শাহ আলম//
বরিশাল জেলার কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দ পুর মডেল ইউনিয়নের পশ্চিম রতনপুর ১ নং ওয়ার্ডের জলিল খার ছেলে রাকিব খান,সত্তার খান এর ছেলে মাসুম খান মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হলেও পালিয়ে যান মূল হোতা রিপন নলির ছেলে জুবায়ের।
মামলার সূত্রে জানা যায় ৭/৫/২০২৫বুধবার আনুমানিক সকাল ছয়টায় কাজিরহাট থানার এসআই হৃদয় চাকলাদার তাহার সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য অভিযান পরিচালনায় বাহির হন,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় আন্দার মানিক ইউনিয়নের উত্তর ভাঙ্গা ৮নং ওয়ার্ডে মিয়ার হাট জামে মসজিদের পাকা রাস্তার উপরে অবৈধ মাদক দ্রাব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করেন,
ঘটনা জানতে পেরে তিনটি মোটরসাইকেল যোগে সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছেলে রাকিব ও মাসুমকে গ্রেফতার করিলে মূল হোতা জুবায়ের দৌড়ে পালিয়ে যায়,
ঘটনা স্থলে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে,কিন্ত কৌশলে জুবায়ের পালিয়ে যায়, অতঃপর পুলিশ গ্রেফতারকৃত আসামিদের তল্লাশি করে মাসুমের সাথে থাকা একটি কফিরঙ্গের ইস্কুল ব্যাগ থেকে স্বচ্ছ পলিথিনে পেঁচানো অবস্থায় ২ কেজি ২৫০ গ্রাম গাজা পাওয়া যায়।
যার অবৈধ মূল্য ৬৭৫০০টাকা, উক্ত সাক্ষীদের সম্মুখে আসামি নিজ হাতে বাহির করিয়ে দেয়,ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিয়া ৬:৫মিনিটে জব্দ তালিকা করেন।
আসামিরা দীর্ঘদিন পর্যন্ত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত, মাদক বিক্রি করিয়া এই আসামীরা এলাকায় যুব সমাজকে ধ্বংসের দিকে ধাপিত করে, রিপন নলির ছেলে জুবায়ের একজন মাদকসম্রাট,দুইজন গ্রেফতার হলেও জুবায়ের দৌড়ে পালিয়ে যায়,পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান এদের বিরুদ্ধে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৪।
Leave a Reply