1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবসা দুই হাজার প্রতিষ্ঠানই অবৈধ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া। মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া। মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল।

পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবসা দুই হাজার প্রতিষ্ঠানই অবৈধ

  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২২৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

পুরান ঢাকায় কেমিক্যাল ও কেমিক্যালসংশ্লিষ্ট প্রায় ২ হাজার ব্যবসা প্রতিষ্ঠানই অবৈধ। এগুলোর কোনো ট্রেড লাইসেন্স নেই। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করেনি সিটি করপোরেশন। পাশাপাশি ইস্যু করেনি নতুন কোনো লাইসেন্সও। এরপরও গত ১০ বছরের বেশি সময় ধরে নির্বিঘ্নে অবৈধভাবে চলছে এসব ব্যবসা। ঝুঁকি নিয়ে পরিচালিত এ ব্যবসার কারণে ঘটছে একের পর এক অগ্নিকাণ্ড। ইতোমধ্যেই ঝরে গেছে দুই শতাধিক প্রাণ। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। যদিও ব্যবসায়ীদের দাবি-তাদের প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে না নেওয়ার কারণেই তারা পুরান ঢাকায় থাকতে বাধ্য হচ্ছেন।

শুক্রবার পুরান ঢাকার আরমানিটোলার অবৈধ কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডে ঝরে গেছেন ৪ জন। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ২০ জন। এ ঘটনার পর সরকারের বিভিন্ন সংস্থা তৎপর হয়ে উঠেছে। ঘটনাস্থল পরিদর্শন করে বলছে, ওই কেমিক্যাল গুদাম সম্পূর্ণ অবৈধ। কোনো ধরনের সরকারি অনুমোদন নেই প্রতিষ্ঠানটির।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী যুগান্তরকে বলেন, ‘পুরান ঢাকায় বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার কেমিক্যাল গুদাম-কারখানা রয়েছে। এসব কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ। এসব ব্যবসাপ্রতিষ্ঠানের কোনোটিরই ট্রেড লাইসেন্স নেই। আমরা এসব উচ্ছেদ করতে পারছি না সরকারের সিদ্ধান্তের জন্য।’
তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে পুরান ঢাকা এলাকার কেমিক্যাল প্রতিষ্ঠানের তালিকা করে আমরা প্রেরণ করেছি। এ ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের ওই কমিটি এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। সরকার সিদ্ধান্ত দিলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
জানতে চাইলে বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা পুরান ঢাকাকেন্দ্রিক কেমিক্যাল ব্যবসা করছি। এটা সত্য যে, আবাসিক এলাকায় এ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান অনিরাপদ। এ কারণে আমরাও এখান থেকে সরে যেতে চাই, কিন্তু সরকার তো কোনো ব্যবস্থা করতে পারছে না।
তিনি বলেন, সিটি করপোরেশন আমাদের অবৈধ বলছে। ঢালাও অবৈধ বললে তো হবে না। এক সময় আমাদের ট্রেড লাইসেন্স ছিল, সে আলোকে আমাদের ব্যাংক লোনও (ঋণ) রয়েছে। এ অবস্থায় সিটি করপোরেশন লাইসেন্স নবায়ন না করলে আমাদের সবকিছু অবৈধ হয়ে যাবে, এটা হতে পারে না। আমরা তো ট্যাক্স-ভ্যাট প্রদান করছি সরকারকে। আমরা কেমিক্যাল পদার্থ আমদানি করতে পারছি। ট্রেড লাইসেন্স মেয়র সাহেবের কারণে হচ্ছে না।
তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের কেমিক্যালপল্লী বা অন্যত্র যেখানে আমাদের শিল্পপল্লী স্থানান্তর করবে, তার আগ পর্যন্ত আমাদের ট্রেড লাইসেন্স না দেওয়া অযৌক্তিক। যখন আমাদের স্থানান্তর করবে, আমরা সে এলাকা থেকে নতুন করে ট্রেড লাইসেন্স করে নেব। আর আমরা গুদাম অন্যত্র সরিয়ে নিলেও পুরান ঢাকায় আমাদের শোরুমগুলো থাকবে।
সংশ্লিষ্টরা জানান, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ১২৪ জন আগুনে পুড়ে মারা যান। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরান ঢাকার কেমিক্যাল গুদাম-কারখানা স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়। ওই সময়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নানা কমিটি, সুপারিশ ও উদ্যোগ গ্রহণ করে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে নানা তৎপরতাও ছিল শিল্প মন্ত্রণালয়ের।
এমন পরিস্থিতিতে পুরান ঢাকার কেমিক্যাল ও কেমিক্যাল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নতুন ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন বন্ধ করে সিটি করপোরেশন। এভাবে কেটে গেছে এ দীর্ঘ সময়। সরকারের সিদ্ধান্তহীনতার কারণে সিটি করপোরেশন পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করতে কোনো ধরনের উচ্ছেদ অভিযানও পরিচালনা করতে পারেনি। এ সুযোগে আগের বৈধ প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেসব প্রতিষ্ঠান এখন পুরান ঢাকার জনজীবনের জন্য বড় আতঙ্ক হয়ে দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের আরও অভিমত, নিমতলীর ঘটনার পর কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে ২০১৯ সালের ফেব্র“য়ারিতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি হতো না। যে ঘটনায় ৭৮ জন মানুষ আগুনে পুড়ে মারা যান। এর ২ বছর পর ২৩ এপ্রিল আরমানিটোলার ঘটনা ঘটত না। এ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বড় হওয়ায় আলোচনায় এসেছে। এছাড়া বছরে আরও অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে প্রাণহানির ঘটনা না থাকলেও অনেক সম্পদ পুড়ে যায়। কোনো আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম-কারখানার ব্যবসা পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ে এসব প্রতিষ্ঠান অপসারণ করা প্রয়োজন হলেও সে বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্টরা।
শনিবার সরেজমিন দেখা গেছে, পুরান ঢাকার কামালবাগ, ইসলামবাগ, চকবাজার এলাকায় নির্বিঘ্নে চলছে কেমিক্যাল বিক্রি ও ব্যবহার। কেমিক্যাল গুদাম থেকে ড্রামে করে বিভিন্ন কারখানা ও ফ্যাক্টরিতে এসব নিয়ে যেতে দেখা গেছে। শুক্রবারও আরমানিটোলায় আগুনের ঘটনার দিনও পুরান ঢাকায় কেমিক্যাল বিক্রি ও পরিবহণ করতে দেখা গেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভয়ে সেদিন তারা এ ব্যাপারে অতি সতর্ক ছিল। একদিন পর শনিবার আবার পুরোদমে শুরু হয়েছে এই ব্যবসা।
সরেজমিন আরও দেখা গেছে, পুরান ঢাকার কামালবাগ বেড়িবাঁধসংলগ্ন গলি সড়কের একটি ঘরের বড় ড্রাম থেকে ছোট্ট ড্রামে কেমিক্যাল ভরছেন শ্রমিকরা। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে দেখা যায়, ঠেলাগাড়িতে দুটি ট্রলি ইসলামবাগের দিকে নিয়ে যাচ্ছে দুজন। কেমিক্যাল সরবরাহ করা ওই দোকানঘরের কোনো সাইনবোর্ড নেই। ওই দোকানের মালিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে আগ্রহ দেখাননি। ঠেলাগাড়ির দুই শ্রমিকের (নজরুল ও মনির

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews