রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু।
আপডেট সময় :
শনিবার, ১৯ জুন, ২০২১
২৯১
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এদিন ২১০ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়।
রামেক হপাসাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। তারা সবাই চীন থেকে আসা সিনোফার্মের টিকা পেয়েছেন। পর্যায়ক্রমে রাজশাহীর অন্যসব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। রোববার বারিন্দ ও পরেরদিন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার আদেশ এসেছে। তাই তাদের টিকা দেওয়া হচ্ছে। মোট কত শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে তা এই মুহুর্তে বলা সম্ভব না। তবে মেডিকেল শিক্ষার্থীরা আসলে তাদের টিকা দেওয়া সম্ভব হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply