বরিশালের গৌরনদীতে তরমুজ দোকান সমূহে অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বিপিন চন্দ্র বিশ্বাস অনৈতিক পদ্ধতিতে চলছে তরমুজ বিক্রি ঠকছে ক্রেতা। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নীতিমালা হলো পণ্য যে পদ্ধতিে ক্রয় করবে সে পদ্ধতিতে বিক্রয় করবে মানে ওজনে কিনলে ওজনে বিক্রি করবে আর সাইজে কিনলে সাইজ হিসাবে বিক্রি করবে। কিন্তু সাইজ হিসাবে কিনে কেজি দরে বিক্রির সিন্ডিকেট তৈরি করতে না পারে সে জন্য উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলার বাসষ্ট্যান্ড, বিভিন্ন হাট বাজার সমুহের তরমুজ বিক্রি দোকানদারদের বলেন – ওজন করে কেজি বিক্রয় করা যাবে না — বেশি দাম রাখতে পারবে না,এই মর্মে কঠর সর্তক করা হয়, যদি কেহ ওজন বা কেজি দরে বিক্রয় করে তা হলে জনাবঃ বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অবহিত করা জন্য অনুরোধ করা হল,,, প্রমান সহ দোকান ,,,( উপজেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষ পাশে আছে থাকবে)
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply