
স্টাফ রিপোর্টারঃ বরিশাল সদ্য যোগদান করা জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল সম্মিলিত সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। সোমবার সন্ধা ৭ টা ঘটিকায় জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয়ে এসএসপি বরিশাল জেলার সভাপতি শফিউর রহমান কামাল ও সাধারন সম্পাদক ফয়সাল রাকিবের সাথে একদল সহকর্মী উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে বরন করেন।
ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মুহুর্তে সাংবাদিকদের উদেশ্য নব্য এই জেলা প্রশাসক বলেন,আমার কোন অন্যায় দেখলে আপনারা সেটা লিখে যাবেন এমনকি আমার ন্যায় কাজ দেখলেও সেটাও লিখবেন।লিখনির ক্ষেত্রে সাংবাদিকদের সৎ ও সঠিক ভাবে তথ্য উপস্থাপন করতে হবে।আপনারা সাংবাদিকরা সমাজের দর্পন।আমাদের বিভিন্ন ভাল কার্যক্রম গুলো আপনারা মানুষের কাছে তুলে ধরবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এই পরিচালক আরও বলেন,আমার সাথে আপনাদের দুর্দশা কথা বলার মানেই হল সরাসরি সরকারের সাথে কথা বলা।আমি এই দপ্তরে সরাসরি সরকার প্রধানের নির্দেশক্রমেই এসেছি।তাই আমি চাই আপনাদের নিয়ে এই বরিশাল জেলাকে সুন্দরভাবে গঠন করব।
এসময় দৈনিক সত্য সংবাদের সম্পাদক ফয়সাল রাকিব, জেলা প্রশাসকের হাতে “সত্য সংবাদ’ পত্রিকাটি প্রদান করলে সে গুরুত্ব সহকারে পত্রিকাটি পাঠ করে পাশাপশি নবনিযুক্ত এই সংগঠন এসএসপি বরিশাল জেলার শাখার শুভ কামনা করেন। অন্যদের মধ্য এসময় উপস্থিত ছিলেন,দৈনিক সত্য সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ জিহাদ সহ নেতৃবৃন্দ।
Leave a Reply