গৌরনদীতে থ্রি হুইলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত
আপডেট সময় :
সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
১৮৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
খোকন হাওলাদার, বরিশাল ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড়ে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র ফেরদৌস বেপারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী।
শনিবার (১২ ফেব্রুয়ারি ২২) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং উজিরপুর উপজেলার সরকারী আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক শেখ বেল্লাল হোসেন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাটাজোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেলচালক ফেরদৌসের মৃত্যু হয়।
এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে, জানান হাইওয়ে থানার এ কর্মকর্তা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply