
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যােগে সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানের চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
বুধবার (৪ঠা জুন) সকালে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব। পল্লী উন্নয়ন অফিসার মোঃ পারভেজ আলম, সমবায় কর্মকর্তা মামুন শেখ, স্থানীয় ইউপি সদস্য মনির চাপরাসি প্রমুখ।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে মাথাপিছু ২০কেজি হারে চাল বিতরণ করা হয়। নদীতে জিওব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না সাদেকপুর ও রুকন্দি গ্রাম। তেতুলিয়া ও ইলিশা নদীর ভাঙ্গনে একের পর এক বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার।
এদিন দুপুরে চাল বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান সদর ইউনিয়নের নদী ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
Leave a Reply