বরিশাল র্যাব ৮ এর অভিযানে এক মাদক ব্যবসায়ি গ্রেফতার
আপডেট সময় :
বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
২০৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
উজিরপুর প্রতিনিধি //
বরিশাল জেলার র্যাব ৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ২০ সেপ্টেম্বর দুপুর ২টায় গৌরনদী উপজেলাধীন টরকী বাসস্টান্ড সংলগ্ন সেরনিয়াবাত ওয়ার্কসপ এলাকা থেকে মৃত আব্দুল খালেক সন্নামত এর ছেলে মোঃ সেলিম সন্নামত(৩৮) এর নিকট হইতে ১৮০(একশত আশি)পিছ হালকা লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭০০(এক হাজার সাতশত) টাকা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
বরিশাল র্যাব ৮ এর পক্ষ থেকে জানান যে গ্রেফতার কৃত আসামি তার নিজ শিকার উক্তি মোতাবেক জানান যে তিনি দীর্ঘদিন যাবত তিনি মাদক দ্রব্য ব্যাবসায়ি কাজে নিয়োজিত রয়েছে।
গ্রেফতার কৃত আসামি মোঃ সেলিম সন্নামত এর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) সারনির ১০ (ক)অপরাধ জনিত মামলা রজু করে জেল হাজতে প্রেরন করা হয়।
র্যাব ৮ এর পক্ষ থেকে জানান আমাদের এ অভিযান চলমান এবং সর্বনাশা মাদক দ্রব্য থেকে দেশ ও যুব সমাজকে রক্ষা করতে আমাদের এ অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply