মেহেন্দিগঞ্জে হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ।
-
আপডেট সময় :
সোমবার, ২২ আগস্ট, ২০২২
-
১৯৭
০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দেখা যায় যে, বিগত দিনে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত জায়গা ফাঁকা থাকলেও ক্রমাগত ভাবে একটি প্রভাবশালী মহল ও স্থানীয় লোকজন মিলে বিশেষ কায়দায় অবৈধ ভাবে স্থাপনা নির্মান করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী’র আমলে আসা মাত্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গতোকাল বিকেল ৩ঃ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এবং অবৈধ স্থাপনা নির্মান করার জন্য আদর্শ মেডিকেল হল কে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং উক্ত জায়গায় অন্যান্য মালামাল থাকায় সেসব তাৎক্ষণিক নিলামে উঠানো হয় এবং সরকারি জমিতে নির্মান করা দোকান নিলামে উঠানো হয়, নিলামে উঠানো মালামাল ১৩,০০০/- (তের হাজার) টাকা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

তবে সরকারি জমিতে এভাবে অবৈধ স্থাপনা নির্মান করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জনগণ, তাদের ভাষ্যমতে, সরকারি জমিতে সরকারি ভাবে, সকল নিয়ম কানুন মেনে তারা স্থাপনা নির্মান করুক এবং ব্যবসা করুক, কিন্তু কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই মনগড়া ভাবে নির্মাণ করছেন এসব দোকানপাট, এবং আরো বলেন যে, পরবর্তীতে যেনো এভাবে আর অবৈধ স্থাপনা নির্মান না করতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসন কে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ থান পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রুহুল আমিন, সহকারী মোঃ শহিদুল ইসলাম, সহকারী মোঃ জাকির হোসেন সহ স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী বলেন, গোপন সূত্রের ভিত্তিতে আমি জানতে পারি, রাতের আঁধারে হাসপাতালের জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মান করা হয়েছে, পরবর্তীতে খবর নিয়ে জানা যায় ঘটনার সত্যতা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, এবং দোকানদার কে দশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও জব্দকৃত মালামাল নিলামে উঠিয়ে তের হাজার টাকা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। মোঃ নুরুন্নবী আরো বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, সরকারি জমি যারা দখল করবে, তাদের বিরুদ্ধে আইন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply