মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়ার নদীতে ট্রলার ডুবিতে নাছরিন বেগম (২৫) , মায়ানুর বেগম (৫৫) নিহত হয়েছে।
এছাড়া আরো ৩জন নিখোঁজ রয়েছে। নিহতের বোনের ছেলে মাহেব হোসেন গণমাধ্যম কে জানান আজ শুক্রবার আনুমানিক সকাল ১০টা সময় মাঝের চর গ্রাম থেকে ১১জন যাত্রী নিয়ে একটি ট্রলার দরিচর খাজুরিয়ার পশ্চিম পাড় একটি জানাজার উদ্দেশ্য রওয়ানা হলে পথিমধ্যে গজারিয়া নদীতে ট্রলার ডুবে যায়। এই সময় তাদের চিৎকার শুনে নদীতে টহলরত কোস্ট গার্ডের টিম ঘটনা স্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে।
উদ্ধারকৃত ২ (দুই) জনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এই সময় মালা বেগম, ইয়ামিন ও রোহান নামে ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান স্বজনরা।
এই বিষয় মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত তৌহিদুজ্জামান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক যোগাযোগ করার ব্যবস্থা করি, এবং আশংকাজনক দের কে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত হাসপাতালে আসি এবং বিস্তারিত জানার চেষ্টা করি। তবে এ ব্যাপারে কোন অভিযোগ অথবা আইনী ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে সাংবাদিকদের বলেন৷ এখনও সঠিক ভাবে কিছু বলা যায় না, পুরো ঘটনার বিবরণ জানার পর পরবর্তীকালে পদক্ষেপ নেওয়া হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply