লঞ্চ না ভেড়ায় ভোগান্তিতে তজুমদ্দিনের লক্ষাধিক মানুষ।
আপডেট সময় :
শনিবার, ২৭ আগস্ট, ২০২২
১৮২
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
ভোলার তজুমদ্দিন উপজেলা সদর শশীগঞ্জ ঘাটে তিন বছরের বেশি সময় ধরে কোনো লঞ্চ ভিড়ছে না। এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার লক্ষাধিক মানুষকে। ঘাটে লঞ্চ না ভেড়ায় যাত্রীদের পার্শ্ববর্তী উপজেলা লালমোহন ও বোরহানউদ্দিন গিয়ে অনেকটা পথ ঘুরে চরম দুর্ভোগ নিয়ে লঞ্চে উঠতে হচ্ছে। এতে করে প্রতিনিয়ত যাত্রী ও ব্যবসায়ীসহ এলাকার মানুষদের সীমাহীন কষ্ট উপেক্ষা করে গন্তব্যে যেতে হয়। বহুবার শশীগঞ্জ ঘাটে লঞ্চ ঘাট করার জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন হয়নি তিন বছরেও।
তজুমদ্দিন উপজেলার লক্ষাধিক মানুষ এবং সকল ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়া ও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ঢাকা যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই শশীগঞ্জ ঘাট। কিন্তু এই ঘাটে তিন বছর আগে লঞ্চ ভিড়লেও এখন পল্টুন ও সংযোগ সড়ক নির্মাণ হওয়া সত্ত্বেও ঘাট করছে না কোনো লঞ্চ। এতে একদিকে যেমন অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে তেমনি অন্যদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে শশীগঞ্জ ঘাট ইজারাদার মো. সবুজ তালুকদার বলেন, লঞ্চ ঘাটের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সঙ্গে কথা হয়েছে। খুব শিগগিরই এখানে লঞ্চ ঘাট পুনরায় চালু হবে।
এ প্রসঙ্গে বিআইডব্লিটিএ’র সহকারী পরিচালক সহিদুল ইসলাম বলেন, ঘাটটির ব্যাপারে আমরা অবহিত আছি। এখানে নাব্যতা সংকট থাকায় ড্রেজিং করা জরুরি। শিগগিরই লঞ্চঘাট চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply