জীবিকা হারিয়ে চিকিৎসার অভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আনোয়ার হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই গ্রামের মৃত নাদুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার ঢাকার কেরানীগঞ্জে ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সরকার ঘোষিত লকডাউনে তিনি কর্মহীন হয়ে পড়েন। তাই গত ১২ এপ্রিল কর্মস্থল থেকে গ্রামের বাড়ি এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।
দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। তাই শুক্রবার রাতে বাড়ির পার্শ্ববর্তী বনে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। পরে রাতেই পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, স্বজনদের কোনো অভিযোগ নেই। স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের দায়িত্বে লাশের দাফন ব্যবস্থা করা হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply