রাতের আধারে পুলিশ প্রশাসনের উপর জেলেদের হামলা
-
আপডেট সময় :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
-
২৬৪
০ বার সংবাদটি পড়া হয়েছে

শাহাদাত হোসেন রুবেলঃ
বরিশাল সদর উপজেলা প্রশাসনের নিয়মিত টাস্কফোর্সের অংশহিসেবে অভিযান চলাকালীন সময়ে তাদের উপর অতর্কিত হামলা করেন কতিপয় জেলে। সূত্রে জানা গেছে, অদ্য ২০ শে অক্টোবর’২০ রোজ মঙ্গলবার আনুমানিক রাত ১০ঃ০০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহি অফিসার, সহকারি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি), সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব স্বর্ণামত সহ বন্দর থানা পুলিশের সহযোগিতায় সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের 3,4 ও 5 নং ওয়ার্ডের মধ্যস্থিত অবস্থিত খালের মধ্যে অবৈধ কারেন্ট জাল উদ্ধার অভিযান পরিচালনার জন্য তারা ঘটনাস্থলে উপস্থিত হন।এই ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকার জেলেরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা করেন।জানা গেছে, ওই খালের মধ্যে জেলে সদস্যরা তাদের ঘাটি বানিয়ে এই অবৈধ জাল দিয়ে নদীতে মাছ শিকার করেন।তারা এই খালটিকে তাদের নিরাপদ অবস্থান ভেবে তারা সেখানে জাল সহ সবসময় অবস্থান নেয়।এই খবর পেয়ে উপজেলা প্রশাসন উদ্যোগ নেয়, জেলেরা যেন কোনভাবেই নদীতে জাল ফেলতে না পারে ও মাছ শিকার করতে না পারে।জেলে সদস্য রা হামলায় ইট,পাটকেল ও ইটের খোয়া ব্যবহার করেন বলে জানা গেছে।হামলার শিকার হন পুলিশের 2 জন সদস্য এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব স্বর্ণামত হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।সরেজমিনে বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে জানাযায়,এ ঘটনায় জড়িত ছিলেন ১।মোঃ কবির (৪০),পিতাঃবাবুল হাং
২। মোঃ মামুন (৩৮), পিতাঃ শাহীন শেখ
৩।জুম্মান শেখ (২৫), পিতাঃ হেলাল শেখ
৪।মিলন শেখ (৩০), পিতাঃ হেলাল শেখ
৫। মোঃ সজীব (২৮), পিতাঃ দুলাল শেখ সহ অন্যান্য রা। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে মুঠোফোনের জিজ্ঞেস করলে তিনি বলেন,প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলা হয়েছে আমি এরকম ঘটনা শুনেছি, তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান বলেন, আমরা নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনাকালে সরকারি কাজে কিছু কতিপয় জেলে বাধাগ্রস্ত করে এবং আমাদের ওপর হামলা চালায়। আমরা সেখান থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ত্যাগ করি।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply