
দৈনিক একুশের সময় // মরুভূমি হ্রাস করে প্রাকৃতিক আবাস ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে সৌদি আরব ৭ মাসে এক কোটি গাছ লাগানোর একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে। ‘গ্রিন ক্যাম্পেইন’ নামের এই প্রকল্পের আওতায় ২০২১ সালের এপ্রিলের মধ্যে এক কোটি গাছ লাগানোর কাজ শেষ হবে। আজ শনিবার দেশটির পরিবেশমন্ত্রী আবদুল রাহমান আল-ফাদলি এ ঘোষণা দিয়েছেন।
আল-ফাদলি লিখেছেন, ‘মরুভূমির প্রভাব হ্রাস করতে, প্রাকৃতিক আবাস গড়ে তোলার জন্য এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকারী ও বেসরকারী খাতগুলোতে আমাদের অংশীদারদের সহযোগিতায় ‘লেটস মেক অ্যাট গ্রিন’ প্রচারণা চালিয়ে আমি খুশি।
তিনি আরো বলেন, কৃষি মন্ত্রনালয় প্রচারাভিযানের পাশাপাশি জাতীয় উদ্ভিদ উন্নয়ন ও মরুভূমির বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রের সাথে নিবিড়ভাবে কাজ করবে।
মরুকরণ তখনি ঘটে যখন প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে শুষ্কভূমির জৈব উৎপাদনশীলতা হ্রাস পায়। পরিবেশগত কারণগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বনভূমি হ্রাস বা পানির সংকট সৃষ্টি হয়।
সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় পরিবেশগত টেকসইতা অর্জনের জন্য নতুন এই সবুজায়নের উদ্যোগটি নেওয়া হয়েছে।
সূত্র : আল আরাবিয়া।
Leave a Reply