প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২২, ৪:৫৫ পি.এম
বরিশালে পুনরায় বিএমপি দক্ষিন বিভাগের শ্রেষ্ঠ অফিসার্স এস আই মেহেদী হাসান নির্বাচিত।

রিপন রানা বরিশাল //
বরিশাল কোতোয়ালি মডেল থানার পুর্নরায় বিএমপি দক্ষিন বিভাগের শ্রেষ্ঠ অফিসাস এস আই মেহেদী হাসান-২কে দক্ষিন বিভাগের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করে তার হাতে স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট তুলে দেন দক্ষিন বিভাগের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূইয়া, বিপিএম বার।
আজ (৬ জানুয়ারী) বরিশাল মেট্টোপলিটন পুলিশ এর দক্ষিন বিভাগ কর্তৃক ২২ মাসের অপরাধ পর্যালোচনা সভায় আয়োজিত অনুষ্ঠানে কোতয়ালী মডেল থানার এস আই মোঃ মেহেদী হাসান-২ কে দক্ষিন বিভাগের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করে তার হাতে স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট তুলে দেন দক্ষিন বিভাগের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূইয়া, বিপিএম বার।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিন বিভাগের অতিঃ উপ পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার রাখী সুলতানা, (ওসি)কোতয়ালী আজিমুল করিম, ইন্সপেক্টর(তদন্ত) মোঃ লোকমান হোসেন এবং অন্যান্য অফিসারবৃন্দ। উপ-পুলিশ কমিশনার জনাব আশরাফ আলী ভূইয়া জানান অফিসারদের কর্মদক্ষতা মূল্যায়ন ও অন্যান্য অফিসারদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতিমাসে আমরা এই আয়োজন করে থাকি।আমরা এস আই/ মেহেদী হাসান এর উত্তরোত্তর সফলতা কামনা করি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.