প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২১, ৫:৪৩ পি.এম
মেহেন্দিগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে অর্থদণ্ড ও কারাদণ্ড

রাজিব তাজ //
মেহেন্দিগঞ্জ একটি দ্বীপাঞ্চল এলাকা হওয়ার কারনে এর চারিপাশ সদা ভাঙ্গন কবলিত অবস্থায় থাকে, কিন্তু এর মধ্যে যদি অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করা হয়, তাহলে মেহেন্দিগঞ্জের মানচিত্র পাল্টাতে বেশি সময় লাগবে না।
ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে বরিশালের মেহেন্দিগঞ্জে আজ বিকেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এনে আক্তার উদ্দীন খান কে ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়, ও একজন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, আজ বিকেলে মেহেন্দিগঞ্জের রুকুন্দি ও লালমিয়ার হাটের নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন হওয়ার গোপন সংবাদের উপর ভিত্তি করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন নবী মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্টে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন নবী'র সাথে আলাপ কালে বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, এবং অবৈধ ভাবে নদী থেকে যারা বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.