প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২১, ১:৩৭ পি.এম
চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন মুখা মুখি ২ টি বাস এর সংঘর্ষ।

মোঃআল-আমিন রিমন
স্টাফ রিপোর্টারঃ
কিছুক্ষন আগে ডিসি রোড থেকে ছেড়ে আসা চরকাউয়া গামী বাস চরকাউয়া খেয়াঘাট এর কিছু আগে ব্যারিস্টার বাড়ীর সামনে এই দূর্ঘটনা ঘটে।
এতে অনেক লোক আহত হয় এবং এতে হতা হতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। চরকাউয়া বাস মালিক সমিতির দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে, গাড়ি দুটি দুদিকে পড়ে যায়, গাড়ি দুটির নাম পপুলার পরিবহন, ও অনামিকা পরিবহন,।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.