এস এম শাহ আলম প্রতিনিধি কাজিরহাট// বরিশাল জেলার কাজিরহাট থানার আন্দার মানিক ইউনিয়নে ৩নং ওয়ার্ডের জয়নাল মের্দার ছেলে অলিউল্লা অলিকে ২৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় অলিউল্লাহু দীর্ঘদিন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে লিউল্লাহ মাদক ক্রয় করে বিক্রি করার জন্য তাহার নিজ বাড়িতে প্রবেশ করেন,এই ঘটনা কাজিরহাট থানার এসআই হৃদয় চাকলাদার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে আলাপ করে। তাহার নির্দেশক্রমে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে চলে যান।
পুলিশের টের পেয়ে অলিউল্লাহ তাহার বাড়ির উঠোন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান।
পুলিশ দ্রুত তাকে গ্রেফতার করেন এবং তাহার সাথে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে একটি পোটলায় ৪৫০গ্রাম গাজা,একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৪২পিস ইয়াবা তাহার পকেট থেকে তল্লাশি করে জনসম্মুখের সামনে উদ্ধার করে কাজিরহাট থানা পুলিশ।
ঘটনাটি ঘটে অনুমান সকাল ৮ঘটিকায় অতঃপর জনগণের সামনে জব্দ করে,মাদক ব্যবসায়ী অলিউল্লাহুকে কাজিরহাট থানায় নিয়ে এসে।
এলাকা সূত্রে জানাজায় কাজিরহাট থানার আলোচিত একজন মাদকসম্রাট এই অলিউল্লাহ অলি, তাহাকে গ্রেফতারের পরে সাধারণ মানুষের ভেতর স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়।
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে এলাকাবাসী ধন্যবাদ জানান।
এ ব্যাপারে কথা হয় কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে, তিনি জানান কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.