
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বুড়িরপুল বাজারে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএপির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার, সার্বিক পরিচালনায় ছিলেন ওই ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান মাঝি।
এ সময় গিয়াস উদ্দিন দিপেন বলেন, এখান থেকেই ওয়ার্ডের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
একইসঙ্গে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, দলের কেউ শালিস বিচারে যাবেন না। দলের নির্দেশ অপমান্য করে শালিস বিচারে যাওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.