রাকিব খান//
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সন্তান তরুন কবি ও গীতিকার এস.এম ফয়সাল। তিনি ইসলামী সংগীত অঙ্গনে সফল কবি ও গীতিকার। কয়েক বছর ধরে সাহিত্য রচনার পাশাপাশি ইসলামী সংগীত নিয়ে কাজ করছেন ফয়সাল।
উদীয়মান এই কবি ও গীতিকারের জন্ম মেহেন্দিগঞ্জ উপজেলার,চানপুর ইউনিয়নের খন্তাখালী গ্রামে। পিতাঃ ইসমাইল হোসেন সিকদার মাতাঃ মোসাঃ মিনারা বেগম এর কনিষ্ঠ পুত্র। দুই ভাইয়ের মধ্যে তিনি ২য়।পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি তিনি নিবিষ্ট মনে কলম ধরেছেন ইসলামি সাহিত্য রচনায়
এস এম ফয়সালের লেখা ইতিমধ্যে ২০টি ইসলামী সংগীত প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন শিল্পীর কন্ঠে। শুধু ইসলামী সংগিত লিখে থেমে থাকেন নি তিনি লিখেছেন অসংখ্য গল্প, প্রবন্ধ, শিশুতোষ ছড়া।
ইতিমধ্যে তার লেখা শিশুদের উপযোগী ছড়া কবিতার বই প্রকাশিত হয়েছে ২০২৪ এর বই মেলায়। যা ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তরুণ এই সাহিত্যকের লেখায় ফুটে উঠে গভীর ইমানি অনুভব, নববী আদর্শ ও সমাজ সচেতন চিন্তাধারা, এবং মানুষের হৃদয়ে ইসলামি শিক্ষা পৌছে দিতে লিখে যাচ্ছেন অসংখ্য ইসলামি সংগীত।
তিনি জানিয়েছেন লেখনীর মাধ্যমে আল্লাহ ও রাসুলের ভালোবাসা, প্রতিবাদী,মরমী,সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট ও অধিকার ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এবং ইসলামী সংগীত নিয়ে ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে ফয়সাল বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে লেখালেখির যে শক্তি দান করেছেন, আমি চই এর মাধ্যমে আল্লাহ ও রাসুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে, সমাজের আসংগতি তুলে ধরতে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.