কাজিরহাট প্রতিনিধি এস এম শাহ আলম//
বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামাল বেপারীর কন্যা কে লম্পট মজিবর বেপারী ধর্ষণ করেন।
কাজির হাট থানা সূত্রে জানা যায়,গত ৭ মে বুধবার আনুমানিক বিকাল তিনটার সময় শিশু কন্যাটি তার নানীর বাড়িতে ছিল। নানি বাড়িতে না থাকায় সেই সুজুগে মজিবর বেপারী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনাটি ঘটার পরে এলাকার প্রভাবশালী একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। অতঃপর ব্যর্থ হন।
এই ঘটনার এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হওয়ায় মেয়ের বাবা জামাল বেপারী দ্রুত শিশুকে নিয়ে কাজিরহাট থানায় আসেন। এবং জামাল বেপারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন মামলা নং (৫) এই মামলায় লম্পট মজিবর বেপারী কে আসামি করা হয়।
মজিবর বেপারীর বাড়ি দড়িচর খাজুরিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড, পার্শ্ববর্তী ইউনিয়নে হলেও বাদীর বাড়ি থেকে লম্পট এর বাড়ির সংলগ্নে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লম্পট মজিবর কে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান মজিবর বেপারী'কে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.