প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৩, ১১:৩৩ এ.এম
মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, বৃদ্ধা জখম

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জ ১২নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ড'র লাল মিয়া প্যাদার স্ত্রী নিলুফা বেগম (৬০) কে মাথায় কোপ দিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এবং শরীরের বিভিন্ন স্থানে হামলা করে জখম করেছে প্রতিপক্ষরা।
স্থানীয়রা জানান ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সিদ্দিক দেওয়ান ও তার ছেলে জুলহাস দেওয়ান (হালান), আবুল দেওয়ান, নাছির দেওয়ান, দুলাল খাঁ, নিজাম খাঁ,সবুজ খাঁ'র সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় তার নিজ বসত ঘরের কাছে এসে বিভিন্নভাবে গালাগালি করে, এবং মেরে ফেলার হুমকি দেয় সিদ্দিক দেওয়ান, তার ছেলেরা ও সাথে থাকা সন্ত্রাসী বাহিনী।
এমতাবস্থায় নিলুফা বেগম বাধা দিতে গেলে জুলহাস দেওয়ান'র লোক জন জমি দখল করতে গেলে নিলুফা বেগম বাঁধা দেয়। এ সময় সিদ্দিক দেওয়ান ও তার ছেলে জুলহাস দেওয়ানের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নিলুফা বেগমের মাথায় আঘাত করে আহত করে এবং ঘরে থাকা মালামাল ও স্বর্ণ অলংকার নিয়ে যায়।
সিদ্দিক দেওয়ান ও তার সন্ত্রাসী বাহিনী'র হামলায় নিলুফা বেগম আহত হয়, পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখনও চিকিৎসাধীন অবস্থার রয়েছেন।
এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।
তবে এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় যোগাযোগ করলে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিদর্শন করে আসছেন। মামলা হয়েছে কি না জানতে চাইলে বলেন, এখনও কোন অভিযোগ করা হয় নি, তবে অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.