প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২২, ৬:৫৯ পি.এম
হিজলায় নৌ পুলিশ কর্তৃক ১২০০ মিটার কারেন্ট জাল জব্দ।

স্টাফ রিপোর্টার //
উল্লেখ্যঃ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সরকার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছে কয়েকটি সিন্ডিকেট চক্র। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার ২নং মেমানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড লক্ষীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ও অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী রুবেল শিকদারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হিজলা নৌ পুলিশ।
অদ্য রোজ শনিবার বিকাল ছয়টা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ী রুবেল শিকদার এর বাড়ির লোকজন ঘড় তালাবদ্ধ করে পালিয়ে যান। প্রশাসন দীর্ঘক্ষন বাড়িটি ঘিরে রাখেন, পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার ও এলাকার কয়েকজন ইউপি সদস্যের উপস্থিতিতে তালাবদ্ধ ঘড়টি খুলে দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান মহোদয় ও স্থানীয় কয়েকজন সাংবাদিকদের উপস্থিতিতে প্রশাসন ঘরের ভিতরে তল্লাশি অভিযান পরিচালনা করেন। তখন ঘরের ভিতরে কোন অবৈধ জাল না পেয়ে বাড়ির আশেপাশে বাগান, ফসলি জমি, ও পানের বরজের তল্লাশি চালিয়ে এক বস্তা ও উক্ত অভিযানের প্রথমদিকে ঘরের জানালা দিয়ে এক বস্তা জাল জব্দ করতে সক্ষম হন। পরে অভিযান পরিচালনার দায়িত্বে থাক কর্মকর্তারা উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে জব্দকৃত জালগুলো জব্দ তালিকা লিপিবদ্ধ করে নিয়ে যান।
জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসারের সম্মুখে হাজির করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে বলে জানান। হিজলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ বিকাশ দে মুঠোফোনে অভিযানের ব্যাপারে নিশ্চিত করে বলেন, আমাকে অবহিত করেই ওখানে আমার টিম অভিযান পরিচালনা করছে। আমি যেহেতু ছুটিতে আছি এজন্য ঘটনাস্থলে আমি উপস্থিত হতে পারিনি।
এ সকল অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন নৌ পুলিশের এই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.