প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২২, ৫:৩৯ পি.এম
মেহেন্দিগঞ্জের খরকির উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন দোলন-রুবেল।

রাজিব তাজ //
মেহেন্দিগঞ্জে নির্বাচনী হাওয়া যেনো ধারাবাহিক ভাবে পিছু লেগেই থাকে, থামছে না প্রতিহিংসা থেকে শুরু করে প্রতিপক্ষের জ্বালাময়ী ভাষণ।
মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনের সময় খরকি ওয়ার্ডে আলী আব্দুল্লাহ দোলনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রীজ প্রতীক নিয়ে জয়লাভ করেন মোঃ সাইদুর রহমান মনির। পরপরই খরকি ওয়ার্ডের চেহারা পালটে যায়, মাদক নির্মূল থেকে শুরু করে নানান ধরনের অনিয়ম এর বিরুদ্ধে সোচ্চার হন মোঃ সাইদুর রহমান মনির।

কিন্তু মোঃ সাইদুর রহমান মনির মারা যাওয়ার পরক্ষণেই খরকি ওয়ার্ড কাউন্সিলর পদ টি শূন্য হয়ে যায়, এবং নিয়ম অনুযায়ী উপ নির্বাচন এর প্রয়োজন দেখা দেয়।
উপ নির্বাচন এর হাওয়া লাগাতেই নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয় খরকি ওয়ার্ডের নের্তৃবৃন্দদের মাঝে।
জেলা আওয়ামী লীগ পন্থী তিনজন প্রার্থী দেখা যায়, তারা হলো ওমায়ের আহমেদ রুবেল, মোঃ সাইফুল ইসলাম, জুলকার নাইম, এবং স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ অনুসারী প্রার্থী হন, অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন।
এদিকে জেলা আওয়ামী লীগ পন্থী তিনজন প্রার্থী হওয়ায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার সম্মুখীন হন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এমনটাই ধারণা করেন স্থানীয় নের্তৃবৃন্দ। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের আলোচনায় সিদ্ধান্ত হয় যে, খরকি ওয়ার্ড থেকে ওমায়ের আহমেদ রুবেল নির্বাচন করবেন।

খোজ নিয়ে আরো জানা যায় যে, খরকির মধ্যে দুই গ্রুপ আলাদা আলাদা ভাবে শক্ত অবস্থান নিয়ে মাঠ নিজেদের দখলে নেওয়ার প্রচেষ্টা করছে। এবং উপ নির্বাচন কে ঘিরে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন উভয়েই।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন'র সাথে আলাপকালে তিনি জানান, আজ মনোনয়ন ফরম জমা দিলাম, আমি আশাবাদী আমার খরকি বাসী মানুষের ভালোবাসা পাবো, তবে অভিযোগ আকারে আলী আব্দুল্লাহ দোলন আরো বলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য আমি এলাকায় দাওয়াত দিতে গেলে আমার কর্মী ও সমর্থকদের উস্কানিমূলক কথাবার্তা ও আজেবাজে মন্তব্য করা হয়েছে, যা বিষয় টি শঙ্কাজনক অবস্থা তৈরি নেয়। এলাকার মধ্যে বলাবলি হচ্ছে যে, প্রতিপক্ষ কাউকে মাঠে রাখবে না, এমনটাই অভিযোগ আলী আব্দুল্লাহ দোলনের।
ওমায়ের আহমেদ রুবেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ মনোনয়ন ফরম জমা দিলাম, আমি আশাবাদী খরকি বাসী আমাকে ভালোবেসে জয়যুক্ত করবেন, আমি শতভাগ আশাবাদী। আলী আব্দুল্লাহ দোলন'র অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওমায়ের আহমেদ রুবেল বলেন, এসব মিথ্যা ও বানোয়াট, এমন কোন ঘটনা ঘটেনি, আমার প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্য এবং খরকি বাসির চোখে খারাপ বানানোর জন্য এমন কথাবার্তা বলছে, এসব ভিত্তিহীন। এবং ওমায়ের আহমেদ রুবেল আরো বলেন, জনগণ যাকে চাইবে, তাকেই ভোট দিবে, এখানে জনগণের ভালোবাসাটাই আসল।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.