প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২২, ১:৪৩ পি.এম
মেহেন্দিগঞ্জে মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী
উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ শে ফেব্রুয়ারী সোমবার সকাল ৭:০০ টায় মেহেন্দিগঞ্জ আইএবি কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মাদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাইদ এর সঞ্চালনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার সিনিয়র সদস্য আলহাজ্ব হযরত মাওলানা মানছুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মুহাঃ নোমান হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন "অপসংস্কৃতির মাধ্যমে ভাষা শহিদদের স্মরন নয় প্রকৃত ভাবে শহীদদের স্মরন করতে হলে কুরআন খতম ও দোয়ার মাধ্যমেই স্মরন করতে হবে।যারা আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন তাদের কে স্মরণ করা হয় গান বাজনা আর অপসংস্কৃতির মাধ্যমে।তাই আমি ছাত্র সমাজকে আহ্বান জানাবো আসো আমাদের ঐতিহ্য আমরা লালন করি।আমরা বাঙ্গালী ও ইসলামী সংস্কৃতি চর্চা করি। ইসলামী ছাত্র আন্দোলন এর মাধ্যমেই এদেশে ইসলামী ভাবাদর্শ প্রসার হবে ইনশাআল্লাহ"।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার সহ সভাপতি আব্দুল্লাহ সিপন সিকদার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক তামিম ইসলাম,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ নেছার উদ্দিন, অর্থ ও কল্যাণ সম্পাদক মহিউদ্দিন সহ থানা ইউনিয়ন ও ওয়ার্ড শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে ভাষা আন্দোলনের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.