বরিশালের হিজলা উপজেলার মেমানীয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন কাজীকে স্থানীয় বাজারে জনতার সামনে মারধর করলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারী।
রবিবার(২২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার মেমানীয়া ইউনিয়নের চর মৌলভীর হাটে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইয়ের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে ঢাকা মেডিকেল কলেজের কর্মচারী মোঃ চান মিয়ার (কামাল খান)। বিষটি মিটমাটের জন্য বহু বার শালিস বৈঠকও হয়েছে। সর্বশেষ ১৬ জানুয়ারি এ নিয়ে উভয় পক্ষের শালিস বৈঠক বসে।
এতে বর্তমান ইউপি সদস্য মোঃ ইউনুস আকন্দের সমন্বয়ে চাচাতো ভাই মোঃ শাহজাহান খানের পক্ষে মোঃ ইদ্রিস আকন্দ ও সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন কাজী, চান্দু মিয়ার পক্ষে মোঃ শাহে আলম খান এবং মহসিন মাঝি শালিস বৈঠকে বসেন।সকলের সম্মতিতে রায় দেওয়া হয়।কিন্তু আব্দুল মতিন কাজী উৎকোচ ছাড়া রায় দিতে নারাজির কারনেই রবিবার রাতে বাজারের বারেকের চায়ের দোকানে বসে চান্দু মিয়া ও মতি কাজীর মধ্যে তর্কবিতর্ক হয়।এতে উত্তেজিত হয়ে তুমুল মারামারি শুরু হয়ে যায়।
পরে ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন হাওলাদার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উত্তেজিত সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চান্দু মিয়া বলেন, সকল শালিসরা রায়ে স্বাক্ষর করলেও মতি কাজী স্বাক্ষর না করার কারণে এ ঘটনা ঘটেছে।কিন্তু তাহার( মতি কাজীর) দ্বিতীয় স্ত্রী বাজারে এসে আমাদেরকে খুব অপমান অপদস্ত করছে। শালিস আব্দুল মতিন কাজী বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করে এ হামলা করা হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply