মেহেন্দিগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আবুল হোসেন
আপডেট সময় :
সোমবার, ১৬ মে, ২০২২
১৮৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশাল শোডাউন নিয়ে মনোনয়ন দাখিল।
নিজস্ব প্রতিবেদক //
আজ সোমবার মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশাল শোডাউনের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দিলেন আবুল হোসেন ওরফে আবু আকন।
তিনি দুপুর আনুমানিক ১২ টার সময় (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন আখন বলেন, “আমি জনকল্যাণে বিশ্বাসী। এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। হতে চাই খেটে খাওয়া মানুষের পরম বন্ধু। কিছু কিছু মানুষ আছে রাজনীতি করে নিজের উদর পূরণের জন্য। আমি সেই রাজনীতি ধারায় বিশ্বাসী নই। আমি যাতে জনকল্যাণে কাজ করে যেতে পারি সেজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এসময় তার সাথে ছিলেন বিপুল সংখ্যক কর্মী সমার্থক । উল্লেখ আবুল হোসেন আখন ওরপে আবু আখন বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। তিনি নৌকার মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন। আগামী ১৫ জুন ওই ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply