নিত্যপণ্যের মূল্য কমানোসহ শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার ব্যানারে আজ সোমবার (০৯ মে) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বারিশাল জেলা বাসদ সদস্য ও জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর ছাত্রফ্রন্ট সদস্য লামিয়া সায়মন, মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প॥কাশনা সম্পাদক বিজন সিকদার এবং জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি গোলাম রসুলসহ অন্যান্যরা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply