প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২২, ৩:৪৩ এ.এম
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ দুই এসআই নিহত //

স্টাফ রিপোর্টার//
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সোনারগাঁ থানায় কর্মরত এসআই মোঃ শরীফুল ইসলাম ও কাজী সালেহ আহমেদ আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
১৭ জানুয়ারি, ২০২২ খ্রি. মোগরাপাড়া এলাকা থেকে ৪২০০০ (বিয়াল্লিশ হাজার) পিচ ইয়াবাসহ একজন আসামিকে প্রাইভেট কারসহ গ্রেফতার করে অভিযান শেষে থানায় ফেরার পথে তাদেরকে বহনকারী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সন্ধ্যা ০৬.৪০ ঘটিকায় দত্তপাড়া এলাকায় রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে তাঁরা দুজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত কাজী সালেহ আহমেদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মুনসুরাবাদ এলাকায় এবং শরীফুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের ভাটপাড়া এলাকায়।
ঘটনার পরপরই ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), পুলিশ সুপার নারায়ণগঞ্জ, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপরাধ) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.