প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২২, ১:২৪ পি.এম
বিএনপির ভোট চাওয়ার অধিকার নেই– সমাবেশে এমপি জ্যাকব

অনলাইন ডেস্কঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা -৪ জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, তিনবার ক্ষমতায় গিয়েও দেশের তেমন উন্নয়ন করতে পারেনি বিএনপি, ভবিষ্যতেও পারবে না। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চরফ্যাশনের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু দুঃখের বিষয় তার প্রতিশ্রুতির একটি কাজ’ও বাস্তবায়ন হয়নি৷ বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমি চরফ্যাশনে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি৷ আগামী সংসদ নির্বাচনে এই উন্নয়নের উপর দাঁড়িয়ে নৌকার বিরুদ্ধে বিএনপির ভোট চাওয়ার অধিকার নেই৷
বুধবার সন্ধ্যা ৭টায় দুলারহাট থানা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলিমা জ্যাকব কলেজ মাঠে ছাত্র-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব এসব কথা বলেছেন৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন৷
সমাবেশের পূর্বে বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ১৫ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন টু দুলারহাট সড়কের পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.