প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২২, ২:৩৪ পি.এম
বরিশাল নাগরিক সংসদ পদকে ভূষিত হলেন মিলন মাঝি

প্রেস বিজ্ঞপ্তি:
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডে আহত তিনশতাধিক যাত্রীদের নদী থেকে উদ্ধার ও প্রাণ বাচাতে সহযোগিতা করায় মিলন মাঝিকে পদক দিচ্ছে নাগরিকদের সংগঠন- বরিশাল নাগরিক সংসদ। শুক্রবার কার্যকরী পরিষদের ১৩ তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বরিশাল নাগরিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা এই তথ্য জানিয়েছেন।
বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আবু তাহের, সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন, সহকারী সাধারণ সম্পাদক এম স্বজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম ইউনুছ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ঢাকা মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক এম এ সালাম সহ সিনিয়র নেতৃবৃন্দ।
আগামী ০৯ জানুয়ারি তিনি বরিশালে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে বরিশাল নাগরিক সংসদ নেতৃবৃন্দের নিকট হতে নগদ অর্থ ও সম্মাননা পদক গ্রহণ করবেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল নাগরিক সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ রাজিব উদ্দিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার ভক্ত, দপ্তর সম্পাদক শামিম হোসেন, উপদপ্তর সম্পাদক সাদেকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান সহ প্রধান কার্যালয়ের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.