হিজলার যুবক নারায়ণগঞ্জ থেকে অপহরণ,নয় দিন পর পাবনা থেকে মুক্ত//
-
আপডেট সময় :
শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
-
২৭৩
০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার//
বরিশাল জেলার হিজলা উপজেলা মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে ইলিয়াস (২৮) নারায়ণগঞ্জ জালকুড়ি এলাকা থেকে নিখোঁজ ৯ দিন পর পাবনা জেলা থেকে মুক্ত। নিখোঁজ ইলিয়াস এর বড় ভাই ইউনুস সরদার আমাদেরকে জানান। গত ১৫/১১/২০২১ইং সকাল আনুমানিক ৬-০০টার দিকে চা খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন,পরে আর ঘরে ফিরে যাননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও নিকট আত্মীয়ের বাড়িতে খবর নিয়ে ইলিয়াসকে না পেয়ে গত ২৩/১১/২০২১ ইং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ইলিয়াসের স্ত্রী নাসরিন বেগম,যার নাম্বার(১১০৩)। থানা অভিযোগের একদিন পর গত ২৪/১১/২০২১ ইং সকালে হঠাৎ অজ্ঞাত এক নাম্বারে থেকে ফোন করে নিখোঁজ ইলিয়াস। বলেন যে আমি পাবনা জেলাতে আছি বাড়িতে আসার জন্য কিছু খরচের টাকা পাঠানোর জন্য। পরে ইলিয়াসের বড় ভাই ইউনুস সরদার বিকাশের মাধ্যমে খরচের টাকা পাঠালে তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে আসার পরে নিখোঁজ ইলিয়াসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমি ভোর বেলায় চা খাওয়ার উদ্দেশ্যে রাস্তায় পাশে দোকানে আসছি হঠাৎ একটি কালো মাইক্রোবাস এসে আমার পাশে ব্রেক করে, কিছু বুঝে ওঠার আগেই ৫-৬ জন লোক গাড়ি থেকে নেমে আমাকে জোরজবস্তি তুলে নিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যায়। অনেকক্ষণ গাড়ি চলার পরে একটি ভবনের নিচতলায় গাড়ি পার্কিং করে। পরে আমাকে একটি পরিত্যক্ত রুমে বন্দী করে রাখে অপহরণকারীরা। আমার সাথে থাকা বিশ হাজার ছয়শত টাকা ছিল টাকাগুলো তারা নিয়ে যায়। বন্দি ঘরের ভিতরে নয় দিন আমাকে আটকে রাখার পরে ২৪/১১/২০২১ ইং সকালবেলা ছেড়ে দেয়। তারপরে আমি রাস্তায় বের হয়ে মানুষকে জিজ্ঞাসা করলে জানতে পারি জায়গাটি পাবনা জেলার ভিতরে। কিন্তু অপহরণকারীরা আমাকে কোনো শারীরিক টর্চার না করলেও মানসিক যন্ত্রনা দিয়েছে এবং বিভিন্নভাবে আত্মীয়-স্বজনের মোবাইল নাম্বার চেয়েছে, বিকাশে টাকা আনার জন্য। আমি কান্নাকাটি করে বলেছি আমার বাবা-মা আত্মীয়-স্বজন কেউ নেই আমি নারায়ণগঞ্জে দিনমজুরের কাজ করি, ঢাকা শহরে আমি নতুন। আমাকে নয় দিন আটক রাখার পরে তারা ছেড়ে দিল এ ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া আদায় করি সুস্থ শরীরে আমি পরিবারের কাছে ফেরত আসতে পেরেছি। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার মুঠোফোনে বলেন গত ২৩শে নভেম্বর নাসরিন নামে এক গৃহবধূ তার স্বামী নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করে নিখোঁজ ইলিয়াসকে উদ্ধারের প্রাথমিক প্রস্তুতি শুরু করি। কিন্তু গতকাল ২৪শে নভেম্বর নিখোঁজ ইলিয়াস তার বাড়িতে ফিরে আসে। তখন সাধারণ ডায়েরির বাদী নাসরিনসহ তারা আমাদের থানায় এসে অভিযোগটি প্রত্যাহার করেন। তারা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন জালকুড়ি পূর্ব পাড়া এলাকায় গেসু মুন্সির বাড়ির ভাড়াটিয়া, তারা এখানে থেকে ছোটখাটো ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায় বলে অভিযোগে উল্লেখ করেন।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply