প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২১, ১২:৩৭ পি.এম
মেহেন্দিগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও নুরুননবী।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
আজ রবিবার মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা দেড় ঘন্টা পর্যন্ত চলে প্রথম দিনের পরীক্ষা। মেহেন্দিগঞ্জ উপজেলায় এসএসসিতে ৩৫৫৯ ও দাখিল পরীক্ষায় ১০৫৩ জন, মোট-৪৬১২ জন পরীক্ষার্থি পরীক্ষায় অংশ গ্রহণ করবে এবং প্রথম দিনের পরীক্ষায় দাখিল ৩১ জন ও এসএসসিতে ১ জন, মোট-৩২ জন পরীক্ষার্থি অনুপস্থিত রয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস। কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী প্রতিবেদককে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেদিয়ে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষা চলছে। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.