প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ২:৫২ এ.এম
সুশৃঙ্খল যুবসমাজ গড়ার লক্ষ্যে আওয়ামী যুবলীগের ব্যানার কাজ করার অঙ্গিকার

বি এম আশিক হাসান//
গাজীপুর মহানগর ৩০ নং ওয়ার্ড কে মানবিক যুবলীগ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার জানিয়েছেন যুবলীগ তরুণ উদীয়মান নেতা ইলায়াছ রুমন একজন সৎ যোগ্য ব্যক্তি। মানবিক সেবায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি, এলাকার যুব সমাজ কে সর্বদা মাদক মুক্ত রাখতে তিনি বদ্ধপরিকর। এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি পাশাপাশি তিনিও নানামুখী সেবায় নিয়জিত আছেন তাই এলাকার আপামর জনসাধারণ কাছে তিনি একজন জনপ্রিয় ব্যক্তি। ইলিয়াছ রুমন আসন্ন গাজীপুর মহানগর ৩০ নং আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী, তিনি তার ওয়ার্ডে একটি আদর্শ মানবিক যুবলীগ গড়ার প্রত্যায় নিয়ে কাজ করছেন। তিনি তার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের মশাল জ্বেলে সাধারণ মানুষের সেবা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ পথের নির্ভিক সৈনিক হিসেবে মাঠে থাকব। সংগঠনের দুর্দিনে পাশেছিলাম এখনো আছি। এলাকার সাধারণ যুবলীগের কর্মী ও সাধারণ মানুষ তাকে সভাপতি হিসেবে দেখতে চায়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.