প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ১২:২৮ পি.এম
তিন বাইক আরোহীসহ সড়কে নিহত ১০।

অনলাইন ডেস্ক
ঢাকা-আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স চাপায় প্রাণ গেছে ২ মোটরসাইকেল আরোহীর। এ ছাড়া শেরপুরে স্কুলশিক্ষক, বরিশালের মুলাদীতে শিশু ও গৌরনদীতে মোটরসাইকেল আরোহী, সিলেটের গোলাপগঞ্জে যুবক, মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল চালক, ময়মনসিংহের নান্দাইল ও গৌরীপুরে ২ বৃদ্ধা এবং মাগুরায় কলেজছাত্র নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার সকালে অ্যাম্বুলেন্স চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান দুই মোটরসাকেল আরোহী। নিহতরা হলেন-মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ছোট সাকরাইল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক মো. আব্দুল আলীম (২৬) ও আরোহী একই এলাকার মনোজ হাওলাদারের ছেলে দীপক হাওলাদার (২৫)। মহাসড়কের মুলজান রহমান ফিলিং স্টেশনের কাছে সকালে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর : শেরপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত স্কুলশিক্ষক আবু সাইদ (২৮) সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামের মো. নূর হোসেনের ছেলে। তিনি শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের সহকারী শিক্ষক। শেরপুর টাউনের শেরিব্রিজ এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
মুলাদী ও গৌরনদী (বরিশাল) : মুলাদীতে লেগুনা চাপায় নিহত সামিউল (৮) গাছুয়া ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। উপজেলার মুলাদী-মৃধারহাট সড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় শনিবার বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গৌরনদীতে ট্রাক চাপায় নিহত হন মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন (৩৫)। তিনি বরিশাল সদর উপজেলার দক্ষিণ পলাশপুর এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। বরিশাল-ঢাকা মহাসড়কে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর শহরে পিকআপের ধাক্কায় আহত জাকির হোসেন চৌধুরী (৫৫) শনিবার রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিরামপুর পৌর এলাকার পলাশবাড়ী গ্রামের মজিবর রহমানের জামাতা। ৩ জুন মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে শহরের পূর্বপাড়া মোড়ে দুর্ঘটনার শিকার হন।
গোলাপগঞ্জ (সিলেট) : গোলাপগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে আহত অটোরিকশাচালক ইমরান আহমদ (১৮) মারা গেছেন। সিলেট ওসমানী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি। বুধবারের ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন তার আপন ভাই আম্বর আলী।
শিবচর (মাদারীপুর) : শিবচরের বন্দোরখোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত চালক কামাল হোসেন (৩৮) ফরিদপুরের নগরকান্দার সেকান্দার মোল্লার ছেলে। তিনি শরিয়তপুরে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শুক্রবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
নান্দাইল ও গৌরীপুর (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলার আঠারবাড়ি-রসুলপুর সড়কে রসুলপুর মাদ্রাসার সামনে শনিবার দুপুরে নিহত সখিনা খাতুন (৬৫) স্থানীয় মকবুল হোসেনের স্ত্রী। এ ছাড়া গৌরীপুরের রামগোপালপুরে শুক্রবার সন্ধ্যায় নিহত হন মেহেরজান বিবি (৭৮)। তিনি উপজেলার পুম্বাইল গ্রামের বাসিন্দা।
মাগুরা : মাগুরায় শনিবার দপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত কলেজছাত্র আকাশ মৃধা (২২) শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি শ্রীপুর উপজেলার পারপটোরা গ্রামের ডালিম মৃধার ছেলে। বোনের বাড়ি শ্রীপুরের নবগ্রাম থেকে বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.