প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২১, ৫:২৫ পি.এম
টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতার ৯।

অনলাইন ডেস্কঃ
অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে রাজশাহীতে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মহানগরীর ভদ্রা পার্ক, পদ্মা গার্ডেন, জিয়া পার্ক ও আলিফ-লাম-মীম ভাটার মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়জনের মধ্যে তিনজন কিশোরী। এছাড়া একজন কিশোরও আছে। এদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
গ্রেফতার অন্য পাঁচজন হলো- মহানগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার এসএম সিহাব ওরফে অন্তর, একই এলাকার মমিনুল ইসলাম, রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার শরিফুল ইসলাম, রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল এলাকার ইসতিয়াক আহমেদ ওরফে রিফাত ও পবা উপজেলার বড় ভালাম এলাকার লালন শাহ।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বুধবার তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.