1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
রাজশাহীতে লাফিয়ে বাড়ছে করোনা ভারতীয় ধরনের উৎসের খোঁজে স্বাস্থ্য বিভাগ। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া। মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া। মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল।

রাজশাহীতে লাফিয়ে বাড়ছে করোনা ভারতীয় ধরনের উৎসের খোঁজে স্বাস্থ্য বিভাগ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৯১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় করোনাভাইরাসের ভারতীয় ধরনের (ভ্যারিয়েন্ট) সামাজিক সংক্রমণ ঘটেছে বলে মনে করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কর্মকর্তারা। সংক্রমণের ব্যাপকতা ছাড়াও অব্যাহত মৃত্যুর ঘটনায় এ আশঙ্কা বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জের যে সাতজনের নমুনায় ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তার উৎসের খোঁজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এসব জেলায় যারা সংক্রমিত হচ্ছেন তাদের নমুনাগুলো বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে যাদের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সিভিল সার্জনরা দাবি করেছেন, এক জেলার কয়েকজনের মধ্যে ভারতীয় ধরন শনাক্ত হলেও সামাজিক সংক্রমণ ঘটার প্রমাণ তারা এখনও পাননি। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, তার জেলার যে ৭ জনের নমুনায় ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তারা সবাই এখন পুরোপুরি সুস্থ। মঙ্গলবার একজনের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। বাকিদের নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। তারা নিজ নিজ পরিবারের সঙ্গেই আছেন। তাদের ভারত ভ্রমণের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর দাবি, ভারতীয় ধরনের সামাজিক সংক্রমণ না ঘটলে দেশের মাত্র দুই তিনটি জেলায় সংক্রমণের এত ব্যাপকতা হতো না। গত দুই সপ্তাহ ধরে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর হার বেড়ে চলেছে। সংক্রমণও বেড়েছে কয়েকগুণ। এ কারণে এই আশঙ্কাটা তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার নমুনা পরীক্ষার সময় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের যে সাতজনের মধ্যে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে, এদের চারজনের সঙ্গে বুধবার ফোনে কথা বলেছে যুগান্তর। একজন শহরের বাসিন্দা ৫২ বছরের ব্যবসায়ী। তিনি জানান, বাহিরের কোনো জেলায় যাতায়াত নেই তার। সম্প্রতি ভারতও যাননি। ঈদের একদিন আগে স্থানীয় বাজার থেকে বাড়িতে এসে জ্বর অনুভব করেন। পরে একটি ক্লিনিকে গিয়ে ডাক্তারের পরামর্শে ওষুধ নিয়ে আসেন।

তবে জ্বরের তীব্রতার সঙ্গে শ্বাসকষ্ট বাড়ায় ১৬ মে তিনি সদর হাসপাতালের কোভিড ডেডিকেটেড ওয়ার্ডে ভর্তি হন। একদিন পর নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ হন। সুস্থ হলে ২৩ মে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, সম্প্রতি স্বাস্থ্য বিভাগ থেকে আমাকে জানানো হয় আমার নমুনায় ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। কিন্তু এটা কিভাবে এলো বুঝতে পারছি না। এরই মধ্যে আমার পরিবারের সবার করোনা পরীক্ষা হয়েছে। সবাই নেগেটিভ। তবে তিনি এখনও দ্বিতীয়বার নমুনা দেননি।

আরেকজন শিবগঞ্জের কানসাট বিশ্বনাথপুর গ্রামের গৃহবধূ। ১৩ মে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বুধবার তিনি জানান, সামান্য জ্বর ছাড়া তার শরীরে আর কোনো উপসর্গ ছিল না। তাই হাসপাতালে যাননি। এখন তিনি পুরোপুরি সুস্থ। দু’একদিনের মধ্যে দ্বিতীয়বার নমুনা দেবেন। গৃহবধূ যুগান্তরকে বলেন, আমার স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। রোজায় তিনি বাড়িতে আসেন। তবে তার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে।

ভারতীয় ধরনে সংক্রমিত ৩১ বছরের একজন নারী চিকিৎসক, যিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। ঈদের আগে ক্লিনিক থেকে বাসায় ফিরে জ্বর ও মাথাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখতে পান। পরের দিন সদর হাসপাতালে গিয়ে নুমনা দিলে পজিটিভ আসে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে তাকে চিকিৎসা নিতে হয়েছে দুই সপ্তাহ। এখন তিনি সুস্থ। এই চিকিৎসকও ভেবে পাচ্ছেন না তিনি কিভাবে ভারতীয় ধরনে সংক্রমিত হলেন।

ভারতীয় ধরনে আক্রান্ত ২১ ও ১৩ বছরের দুই ভাইয়ের বিষয়টিও তাদের পরিবারকে সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। তারা দুজনই ছাত্র। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে। চিকিৎসা শেষে তারাও এখন সুস্থ। পরিবারের একজন সদস্য যুগান্তরকে জানান, তারা তেমন বাহিরে যায়নি। কীভাবে সংক্রমিত হলো সেটা তারা বুঝতে পারছেন না।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীর মতে, যাদের নমুনায় ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তা তারা খুঁজে দেখছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভারত ভ্রমণ অথবা ভারত থেকে আগত কারও সংস্পর্শে আসার কোনো ইতিহাস নেই। তিনি মনে করেন ঢাকা থেকে ঈদের আগে মানুষ গ্রামে এসেছে। তাদের মাধ্যমেই এই সংক্রমণ ঘটতে পারে।

সর্বশেষ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের ২৭১টি নুমনা পরীক্ষায় ১৯৬ জনের পজিটিভ এসেছে। সংক্রমণের এই হার ৬৪ শতাংশের বেশি। বুধবার পর্যন্ত জেলার ৮৪৫ জন করোনা রোগী বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দেশে কোনো একক জেলায় করোনা রোগীর এই সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন এই জেলার আরও ৫ জন। রাজশাহীতে ৯৪টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়। নওগায় ১৪৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৬৮ জন, নাটোরে ৩২টি নমুনা পরীঁক্ষায় ১৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, সংক্রমণের ব্যাপকতা দেখে আমরা ধারণা করছি শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়-রাজশাহীসহ আশপাশের জেলায়ও ভারতীয় ধরন সামাজিক সংক্রমণের রূপ নিয়েছে। নতুন নমুনাগুলো বিশ্লেষণ করলে হয়তো আরও অনেকের শরীরে এ ধরন পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews