প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২১, ১২:১১ পি.এম
বরিশালে কর্মহীন ১০০ মানুষের মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ
![]()
নিজস্ব প্রতিবেদক ::
করোনা ভাইরাসের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ১০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। একই সাথে তিনি ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া আক্রন্ত রোগীদের চিকিৎসার জন্য ১ হাজার আইভি স্যালাইন জেলা সিভিল সার্জনের হাতে তুলে দেন।
আজ (বৃহস্পতিবার ২৯ এপ্রিল) বেলা ১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ত্রাণ ও স্যালাইন বিতরণী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটানে বৃষ্টিপাত কম হচ্ছে। উজানে পানির চাপ না থাকায় ভাটির দিকে পানি নেমে আসছে না।
এদিকে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে ঢুকছে। এ কারণে নদীর পানিতে লবণাক্ততা বাড়ছে। যেভাবেই হোক না কেন এই সমস্যা মোকাবিলা করতে হবে। এই সমস্যা আরও প্রকট হওয়ার আগেই কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.