প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২১, ৮:২৬ এ.এম
বরিশালে ১ হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে জেলা প্রশাসকের ত্রান বিতরন
![]()
নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল নগরীতে ১ হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করবে জেলা প্রশাসন। আজ ( মঙ্গলবার ২৭ এপ্রিল) সকাল ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ত্রান বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদল,বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মো ইউনুস,
বরিশাল সিটি কর্পোরেশন নিবার্হী মোঃ সৈয়দ ফারুক আহম্মেদ , অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল (রাজস্ব) রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর নিশাত তামান্না, সহকারী কমিশনার বরিশাল সুব্রত বিশ্বাস দাস, কাউন্সিলর বৃন্দ সহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জনপ্রতিঃ-
১/ ৮ কেজি চাল।
২/ ২ কেজি আলু।
৩/ ১ কেজি ডাল।
৪/ ১ কেজি লবন।
৫/। ১ কেজি সয়াবিন তেল দেয়া হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে এই সহায়তা দেয়া হচ্ছে। আগামীতে ও এই সহায়তা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.