প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ৭:০৩ এ.এম
মেহেন্দিগঞ্জে সেনাবাহিনীর জরুরি চিকিৎসা সহায়তা প্রদান
![]()
আবুল হাসেম //
বর্তমানে গ্রীষ্মকালীন ঋতুতে অসহ্য মৃত্যুর অসহ্য গরম অনাবৃষ্টির দারুন অসচেতনতার কারণে লোকজনের ডায়রিয়া, আমাশয়, কলেরা সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
এছাড়া বর্তমান করোনা পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ দরিদ্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র ডায়রিয়া রোগীদের মাঝে আইভি(IV)স্যালাইন বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এর সৌজন্যে ৬ পদাতিক ব্রিগেড ৬২ ইস্ট বেঙ্গল এ সার্বিক ব্যবস্থাপনায় বর্তমানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে বরিশালের মেহেনদিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র ডায়রিয়া রোগীদের মাঝে এক হাজার প্যাকেট আইভি (IV) স্যালাইন বিতরণ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২ ইস্টবেঙ্গল ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাত সহ অন্যান্য সদস্য সরোজমিনে উপস্থিত থেকে অক্লান্ত পরিশ্রমের করে আইডি স্যালাইন বিতরণ করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রমিজ উদ্দিন আহমেদ এর নিকট হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.