প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২১, ৪:০৭ পি.এম
বরিশালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সহযোগিতায় অসহায়ের মাঝে খাবার বিতরণ।
![]()
নিজস্ব প্রতিবেদক //
আজ ২৫ এপ্রিল রবিবার রাত ৯টায় বরিশাল নদী বন্দরের টার্মিনালে দুস্থ-অসহায় ছিন্নমূল তিন শতাধিক মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বরিশালে লক ডাউনে সাংবাদিক দের উদ্যোগে নদী বন্দরের টার্মিনালে দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে তারি ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর সহযোগিতায় তিন শতাধিক অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল সাদা ভাত, গরুর মাংস, ডাল ও তরকারি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, পুলক চ্যাটার্জি, ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির প্রধান উদ্যোক্তা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুর রহমান মিরন, কাওসার হোসেন রানা (প্রাচুর্জ রানা), প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, রাহাত খানপ্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.