মিরপুরে স্বামীর হাতে আ.লীগ নেত্রী খুন : স্বামী গ্রেফতার
আপডেট সময় :
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
২২৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ওমর ফারুক নামে এক ব্যক্তি। নিহতের নাম-উমামা বেগম কনক (৪২)। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য। বদরুন্নেসা কলেজের ভিপি ছিলেন তিনি। শুক্রবার রাতে রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকার বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ স্বামী ফারুককে গ্রেফতার করেছে।
উমামার দুলাভাই মো. বাবুল জানান, ডিওএইচএসের এভিনিউ-৪ এর ১১ নম্বর রোডে একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন ওমর ফারুক। দীর্ঘদিন তিনি জাপানে ছিলেন। দেশে ফিরেন কয়েক বছর আগে। তাদের দুই সন্তান। বড় মেয়ে ফাহিমা ‘ও’ লেভেল এবং ছেলে ওয়াসিফ ৩য় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ওমর ফারুক রান্নাঘর থেকে বঁটি নিয়ে উমামাকে কোপায়। এতে রক্তাক্ত হয়ে মেঝেতে পরে যান তিনি। ডিওএইচএস কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাত ১২টায় উমামাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, জাপান প্রবাসী ওমর ফারুক পাঁচ বছর আগে দেশে এসে ব্যবসা শুরু করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। ঘটনার রাতে ফ্ল্যাট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন ফারুক। উমামার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আর ফারুক গ্রেফতার হয়েছে।
উমামার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীও শোক প্রকাশ করেছেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply