প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২১, ৬:৫৭ এ.এম
সরকার দিচ্ছে ফ্রি, টাকা হাতিয়ে নিচ্ছেন ইউপি সদস্য
![]()
অনলাইন ডেস্ক ::
গরীব অসহায়দের মাঝে বিতরণের জন্য বিভিন্ন ভাতা, কার্ড, ঘর দিচ্ছে সরকার। আর এগুলো পাইয়ে দিতে অর্থ হাতিয়ে নিচ্ছেন ফরিদপুরের মধুখালীর এক ইউপি সদস্য।
জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আদর আলী শেখের বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত বিনামূল্যের ঘর, বয়স্কভাতা, রেশন কার্ড, বিধবা ভাতা দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এভাবে তিনি ২০টি দুস্থ পরিবার থেকে প্রায় ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়।
তবে টাকা নেয়ার দীর্ঘদিনেও কোনো কিছু দিতে না পারায় ওই মেম্বারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর নওপাড়া গ্রামের আমেনা বেগম, নাজনীন বেগম, চম্পা বেগম, বকুল শেখ, আছিয়া বেগম, মো. আমজেদ খান, মনিরুল খান, মো. শফিকুল শেখ, মো. রোমান শেখ, হযরত আলী, ছিরু, আসমত ও কালামের মায়ের কাছ থেকে তিন হাজার ৫০০ টাকা, নওপাড়া গ্রামের ফাইসা বেগম, রুপা বেগম, মো. সেকেন মোল্যা, শুকুরন, রোজিনা, মো. হারুন মোল্যা, চান্নুর কাছ থেকে ৩১ হাজার ২০০ টাকা এবং লাউজানা গ্রামের সালমা বেগমের কাছ থেকে দুই হাজার ৩০০ টাকা হাতিয়ে নিয়েছেন ওই মেম্বার।
এ বিষয়ে ইউপি সদস্য মো. আদর আলী শেখকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।
এ অভিযোগের ব্যাপারে গাজনা ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, আমি এখনো অভিযোগের কপি হাতে পাইনি। কপি পেলে দ্রুত তদন্ত করে ইউএনওর কাছে তদন্ত রিপোর্ট জমা দেব।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.