চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম হৃদরোগে আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল আলম বলেন, (১৮ এপ্রিল রবিবার ) রাতে বুকে ব্যাথা নিয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকালে তার হার্টে একটি রিং পরানো হয়। সে কারণে তাকে আইসিইউতে রাখা হয়। এখন তার শারীরিক অবস্থা ভালো। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীমের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
এদিকে পরিবারের পক্ষ থেকে বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এরআগেও গত বছরের ২৭ জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখানে তার করোনা ধরা পড়ে। পরে তিনি করোনামুক্তও হন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply