প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২১, ৯:৩৮ এ.এম
বরিশালে জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করেন আইজিপি

জেলা পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় ও ঝালকাঠি পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ছবিঃ ইত্তেফাক
বরিশাল অফিস১৬:০৪, ০৭ ডিসেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় ও ঝালকাঠি পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সোমবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর আলেকান্দা পলিটেকনিক কলেজ রোডস্থ নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন কমিশনার মো: শাহাবুদ্দিন খান, বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটক “প্রত্যয়” এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় যোগ দেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.