করোনাকালীন লকডাউনে বরিশালে রাতে বিভিন্ন রাস্তায় ঘুরে সেহেরী বিতরণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ শাহবাজ মিঞা শোভন ও তার টিম ববি ছাত্রলীগের দ্বারা গঠিত জয় বাংলা এক্সপ্রেস । গত শুক্রবার রাতে নগরীর বান্দ রোড, নদী বন্দরসহ বিভিন্ন এলাকা ঘুরে কর্মজীবী ও নৈশ প্রহরীদের মাঝে সেহরি বিতরণ করেন তারা। ওই রাতে তারা প্রায় ১শ’ প্যাকেট খাবার বিতরণ করেন। এদিকে লকডাউনে রাতের বেলা খাবার প্যাকেট উপহার পেয়ে বেজায় খুশী শ্রমজীবীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ শাহবাজ মিঞা শোভন জানান, পহেলা রমজান থেকেই এই কার্যক্রম শুরু করেছেন তারা। মাসব্যাপী এই কর্মসূচি চলবে তাদের।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply