বিশেষ প্রতিনিধি ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ১৯ আগস্ট পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শুভ শর্মার হাতের কব্জি কর্তনের ঘটনায় এজাহার নামীয় প্রধান আসামী শাকিল আহমেদ (২৫) তানভীর মল্লিক (২২) কে গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঢাকার গুলশান থেকে গ্রেফতার করেন। আজ বুধবার সকাল ১১ ঘটিকায় থানা অফিসার ইনচার্জ থানা অফিস কক্ষে আবু জাফর মোঃ মাসুদুুজ্জামান স্থানীয় সংবাদ কর্মীদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এজাহার নামীয় ১৮ জন আসামী থেকে থানা পুলিশের ব্যাপক অভিযানের মাধ্যমে মূল পরিকল্পনাকারী সহ ৪ জনকে এপর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকী আসামীদেরও গ্রেফতারাভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি মূলত এলাকার আধিপাত্য বিস্তারকে কেন্দ্রকরে ঘটেছে। এধরনের ঘটনা মঠবাড়িয়ায় আগামীতে আর না ঘটতে পারে সে দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে। এ বিষয় আরো তথ্যের প্রয়োজনে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.