প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ২:২৭ পি.এম
বরিশালে ৭ টন পলিথিন জব্দ, চালক-হেলপারকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক //
বরিশালে কাভার্ডভ্যান ভর্তি ৮৩টি বস্তায় প্রায় ৭ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় চালক ও চালকের সহকারীকে রোববার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের অর্থদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্তরা হলেন- চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিন।
বরিশালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, শনিবার মধ্যরাতে নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে ৮৩ বস্তা পলিথিনসহ একটি কাভার্ডভ্যান জব্দ এবং চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিনকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় ওই দুজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের ভ্রাম্যমান আদালত।
তোতা মিয়া জানিয়েছেন, ‘পুলিশের হেফাজতে রাখা কাভার্ডভ্যানটি পলিথিন নিয়ে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় যাচ্ছিল। পরবর্তী জব্দকৃত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন গাজীপুরে প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্টে প্রেরণের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তোতা মিয়ার জিম্মায় দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.