প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ১০:৫৫ এ.এম
নগরীতে প্যাকেজে বিক্রি হচ্ছে টিসিবির পন্য, স্বাস্থ্যবিধি মানছেনা বিক্রেতারা!

বরিশাল প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল নগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে
মশুর ডাল-ছোলাসহ চারটি পণ্য বিক্রি করা হচ্ছে। এই পণ্য কিনতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ভিড় বেড়েছে।
তবে বিক্রয়কাজে ডিলারের নিয়োজিত শ্রমিকদের ইচ্ছে মতো পণ্য না কিনলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের। চারটি পণ্য একত্রে না কিনলে তাকে দেয়া হচ্ছে না খুচরা কোনো পণ্য।
রবিবার (১৮ এপ্রিল) দুপুর ২.০০ ঘটিকায় সরেজমিন ঘুরে দেখা যায়, বরিশাল নগরীর ২০নং ওয়ার্ড ব্রজমোহন কলেজ মসজিদ সংলগ্ন রোডে দুপুর ২.০০ ঘটিকায় সুরক্ষা সামগ্রী ছাড়াই চারটি পন্য ছোলা বুট (২ কেজি) চিন (৩ কেজি) মশুর ডাল (২ কেজি) সয়াবিন তৈল (৪ লিটার) ৯৫০/- টাকা প্যাকেজের মাধ্যমে নিতে হচ্ছে টিসিবির পন্য।
তবে কারও তেল, চিনি, ডাল প্রয়োজন, পেঁয়াজের দরকার নেই।
আবার কারও পেঁয়াজ প্রয়োজন, অন্য পণ্য লাগবে না। কিন্তু টিসিবি ডিলারদের ট্রাক থেকে পণ্যগুলো এভাবে আলাদা করে কিনতে পারছেন না।
এতে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে,
তাই পণ্য না কিনেই ফিরে গেছেন অনেকে।
এ বিষয়ে স্থানগত নাম প্রকাশে অনিচ্ছুক ডিলার ও মনিটরিং কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে বলেন প্যাকেজ না করলে আমাদের সব মালপত্র চলে না। তাই এভাবে বিক্রি করছি।’
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.